Last Updated: Friday, January 24, 2014, 21:12
লাভপুরের এক তরুণীর উপর বর্বরোচিত ঘটনার পরও নজির বিহীন ভাবে চুপ রাজ্য মানবাধিকরার কমিশন। ঘটনায় হস্তক্ষেপ করেছে দেশের শীর্ষ আদালত। দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের সংবাদ পত্রের শিরোনামে উঠে এসেছে লাভপুর। প্রশ্ন উঠছে কী কারণে মুখ বন্ধ রাজ্য মানবাধিকার কমিশনের?