Last Updated: Wednesday, December 26, 2012, 17:41
পারিবারিক শোকের ছায়ায় অব্যাহত সুভাষ চাঁদের মৃত্যু বিতর্ক। আজ দিল্লি পুলিসের অতিরিক্ত কমিশনার জানান সংঘর্ষের ফলেই মৃত্যু হয়েছে কনস্টেবল সুভাষ চাঁদ তোমরের। ময়না তদন্তে বুকে, পিঠে ও কাঁধে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তিনি আরও জানান তোমরের পাঁজরের হাড় ভাঙা ছিল। দেহের ভিতর রক্তক্ষরণ হয় বলেও রিপোর্টে জানানো হয়েছে।