Last Updated: Thursday, February 16, 2012, 23:52
সোনায় জালিয়াতি রুখতে হলমার্কিং বাধ্যতামূলক করেছে সরকার। অথচ এরাজ্যে অনুমোদিত হলমার্কিং সেন্টার মাত্র ১০টি। যার সবকটিই রয়েছে কলকাতায়। ফলে প্রত্যন্ত জেলা ও রাজ্যের লক্ষ লক্ষ স্বর্ণব্যবসায়ী আতান্তরে পড়েছেন। পরিকাঠামো ছাড়াই এমন সিদ্ধান্তের প্রতিবাদে এবার আন্দোলনে নামলেন রাজ্যের স্বর্ণশিল্পীরা।