Last Updated: Monday, March 17, 2014, 19:58
বাম শিবির ছেড়ে এবার শাসক শিবিরের দিকে পা বাড়ালেন শিল্পী অরিন্দম শীল, কবি সুবোধ সরকার। তৃণমূল কংগ্রেস প্রার্থী নাট্যকার অর্পিতা ঘোষের পাশে বসে তাকে সমর্থনে ভোট দেওয়ার আবেদনও জানালেন। পাশে দেখা গেল মন্ত্রী ব্রাত্য বসু, শুভাপ্রসন্ন ,বিভাস চক্রবর্তী ,স্বাতীলেখা চক্রবর্তীকে।