Last Updated: Thursday, April 3, 2014, 14:00
জামিন হল না সাহারা গোষ্ঠীর প্রধান সুব্রত রায়ের। শীর্ষ আদালত আগে জানিয়েছিল, দশ হাজার কোটি টাকা দিলেই জামিন পাবেন সুব্রত রায়। সাহারা গ্রুপের তরফ থেকে জানিয়ে দেওয়া হল জামিনের জন্য প্রয়োজনীয় ১০ হাজার কোটি টাকা দিতে অপারগ তারা। ফলে আপাতত তিহার জেলের কুঠুরি থেকে মুক্তি পাচ্ছেন না সাহারা সুপ্রিমো। সাহারা গোষ্ঠী উল্টে নতুন প্রস্তাবে শীর্ষ আদালতকে জানিয়েছে এই মুহূর্তে আড়াই হাজার কোটি টাকা দিতে পারবে তারা। সুব্রত রায়ের জামিনের ২১ দিনের মধ্যে সেবিকে আরও আড়াই হাজার কোটি টাকা দিতে পারবে তারা।