Suchitra Mahata - Latest News on Suchitra Mahata| Breaking News in Bengali on 24ghanta.com
শান্তিতে ভোট মিটল জঙ্গলমহলে, ভোট দিলেন প্রাক্তন মাওবাদী নেত্রী সুচিত্রা মাহাত

শান্তিতে ভোট মিটল জঙ্গলমহলে, ভোট দিলেন প্রাক্তন মাওবাদী নেত্রী সুচিত্রা মাহাত

Last Updated: Wednesday, May 7, 2014, 20:58

জঙ্গলমহলে ভোট মিটল শান্তিতেই। কড়া নিরাপত্তার মধ্যে রীতিমতো উত্‍সবের মেজাজে ভোট হল বাঁকুড়া, পুরুলিয়া ও মেদিনীপুরে। তিন জেলা মিলিয়ে গড়ে ভোট পড়েছে চুরাশি শতাংশ। ভোট দিয়েছেন প্রাক্তন মাওবাদী নেত্রী সুচিত্রা মাহাত। ভোট দিয়েছেন মাওবাদী আন্দোলন ছেড়ে মূলস্রোতে ফেরা পুরুলিয়ার নন্দনাল কুমার।