Last Updated: Monday, October 28, 2013, 19:30
খোঁজ মিলছে না মেয়ের। মোবাইলে যোগাযোগ করলে শুধু শোনা যাচ্ছে মেয়ের কান্নার আওয়াজ। আতঙ্কিত হয়ে এক টলিউড অভিনেত্রীর মা, মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন কড়েয়া থানায়। অভিনেত্রীর অন্তর্ধানের ঘটনায় শোরগোল পড়ে যায় পুলিস মহলে। সুরাহা না হওয়ায় চব্বিশ ঘণ্টার দফতরে বিষয়টি এসে জানান মা বাণী সেনগুপ্ত। ২৪ ঘণ্টার দফতরেই কাটল অভিনেত্রী অন্তর্ধান রহস্যের জাল। জানা গেল অভিমানেই মায়ের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছেন টলিউড অভিনেত্রী সুদর্শনা সেনগুপ্ত।