Sudhir Kumar rakhesh - Latest News on Sudhir Kumar rakhesh| Breaking News in Bengali on 24ghanta.com
সুধীর কুমারের অপসারণের দাবি তুলছে সব দল

সুধীর কুমারের অপসারণের দাবি তুলছে সব দল

Last Updated: Friday, May 2, 2014, 18:02

বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশ ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তার অপসারণের দাবিতে জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে বামেরা। আজ দিল্লিতে কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করবেন চার বাম দলের নেতারা। তাঁদের অভিযোগ, রাজ্যে তৃতীয় দফার ভোটে সন্ত্রাস চালিয়েছে শাসকদল। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। ঠিকমতো ব্যবহার করা হয়নি কেন্দ্রীয় বাহিনীকেও।