Last Updated: Thursday, July 5, 2012, 11:37
বিষক্রিয়ার ফলেই মৃত্যু হয়েছে প্যালেস্তাইনের প্রাক্তন প্রেসিডেন্ট ইয়াসের আরাফতের। এই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন আরাফতের স্ত্রী সুহা। ২০০৪ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসের সামরিক হাসপাতালে মৃত আরাফতের পরিহিত পোশাকআশাক পরীক্ষা করে সম্প্রতি এমনটাই দাবি সুইজারল্যাণ্ডের করে একটি সংস্থা।