Last Updated: Thursday, May 17, 2012, 22:02
এই কয়েকদিন আগেও ছবি তৈরির জন্য ঘুরে বেড়াতেন প্রযোজকদের দোরে দোরে। আর প্রথম সুযোগেই বাজিমাত। পরিচালক সুজয় ঘোষের ছবি 'কাহানি' বক্সঅফিসে সাফল্য পাওয়ার পর এবার সেটিকে ইংরেজিতে তৈরি করতে অত্যুত্সাহী ভারতের বিগেস্ট ফিল্ম ব্যানার যশরাজ ফিল্মস।