Last Updated: Thursday, May 29, 2014, 14:12
নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন হুমকি এসএমএস পেলেন। কৌশিক সেনের ধারণা, নাট্যকার সুমন মুখোপাধ্যায়ের হেনস্থার ঘটনা নিয়ে মুখ খোলাতেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাঁর নাটকে বাধা দেওয়ার চেষ্টারও অভিযোগ করেছেন কৌশিক। অভিযোগ, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে কৌশিক সেনের নাট্যদল স্বপ্নসন্ধানীর নাট্য উত্সবের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। নাট্য উত্সব চলাকালীন পোস্টার ছিঁড়ে দেওয়ার ঘটনায় রীতিমতো হতবাক নাট্য জগত।