Sumavalli Booth - Latest News on Sumavalli Booth| Breaking News in Bengali on 24ghanta.com
মধ্যপ্রদেশে ভোট পড়েছে ৭০ শতাংশ, মিজোরামে ৮১ শতাংশ

মধ্যপ্রদেশে ভোট পড়েছে ৭০ শতাংশ, মিজোরামে ৮১ শতাংশ

Last Updated: Monday, November 25, 2013, 23:45

মধ্যপ্রদেশে ভোটের বলি হলেন একজন। সুমাভলি কেন্দ্রে বুথের সামনেই তাঁকে গুলি করে হত্যা করা হয়। জখম হয়েছেন আরও একজন। এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা নিয়েই মধ্যপ্রদেশে ভোটগ্রহণ পর্ব মিটল। ভোট পড়েছে সত্তর শতাংশ।