Sunabeda - Latest News on Sunabeda| Breaking News in Bengali on 24ghanta.com
যেখানে মাও-ভয়, সেখানে সন্ধে হয়

যেখানে মাও-ভয়, সেখানে সন্ধে হয়

Last Updated: Wednesday, September 12, 2012, 18:37

হালুম, হুলুম ডাকে যেখানে ওড়িশার নামকরা সুনাবেদা অভয়ারণ্যে পর্যটকরা বেশি ভিড় করত, আজ মাও ডাকে সেখানে সব শূণ্য। আগে প্রতি বছর এই অভয়ারণ্যে প্রায় ১৫ হাজার পর্যটকের ভিড় হতো। কিন্তু গত কয়েক বছর ধরে মাওবাদীদের দাপটে সুনাবেদায় পা দিতে পর্যটকরা শিউরে উঠছেন।