Last Updated: Monday, January 20, 2014, 12:15
দিল্লির সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অলোক শর্মার হাতে সুনন্দা পুষ্করের অটোপ্সি রিপোর্ট তুলে দিলেন এইমস-এর চিকিত্সকরা. শুক্রবার লীলা প্যালেস হোটেলের যেই ঘর থেকে সুনন্দা পুষ্করের দেহ উদ্ধার হয়েছিল, সেই ঘরের ছবিও এসে পৌঁছেছে পুলিসের হাতে. শনিবার যেই চিকিত্সকরা সুনন্দার ময়নাতদন্ত করেন, তাঁরাও হোটেলের ঘরের ছবি চেয়ে পাঠিয়েছিলেন.