Last Updated: Thursday, May 1, 2014, 19:39
দাদাসাহেব ফালকে অ্যাকাডেমি পুরস্কৃত করল ফারহান আখতার, জুহি চাওলাকে। পুরস্কারের আসর বসেছিল মুম্বইয়ের জুহুর ভাইদাস হলে। ভাগ মিলখা ভাগ ও গুলাব গ্যাং ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য পুরস্কৃত করা হয়েছে ফারহান ও জুহিকে।