Last Updated: Friday, April 19, 2013, 23:56
বস্টন কাণ্ডে জড়িয়ে গেল এক ভারতীয় বংশদ্ভূতর নাম। মার্চ ১৬ থেকে নিখোঁজ ইন্দো-মার্কিন ছাত্র সুনীল ত্রিপাঠী। বস্টন পুলিস তাদের প্রাথমিক সন্দেহের তালিকায় সুনীলের নাম উল্লেখ করায় গোলমালের সূত্রপাত। পরে পুলিস জানায় বিস্ফোরণে জড়িত চেচেন ভ্রাতৃদ্বয়ের খোঁজ চালাচ্ছে তারা।