Super sunday - Latest News on Super sunday| Breaking News in Bengali on 24ghanta.com
সুপার সানডে`র ডার্বি নিয়ে তাঁতছে ময়দান

সুপার সানডে`র ডার্বি নিয়ে তাঁতছে ময়দান

Last Updated: Thursday, March 14, 2013, 19:24

সুপার সানডে-তে শিল্ডের মেগা সেমিফাইনাল। মুখোমুখি কলকাতার দুই চিরপ্রতিন্দন্দ্বী দল ইস্টবেঙ্গল আর মোহনবাগান। গত ফেব্রুযারিতে আই লিগের ফিরতি ডার্বিতে মরগ্যানের দলের বিরুদ্ধে আন্ডারডগ হিসাবে মাঠে নেমেছিল লিগ তালিকার সবচেয়ে নীচে থাকা করিমের মোহনবাগান। এবার অবশ্য অন্য পরিস্থিতি। দুরন্ত ফর্মে আছে সবুজ-মেরুন শিবির। গোলের মধ্যে রয়েছেন ওডাফা। করিমও মানছেন বড়ম্যাচ জেতার জন্য ভাল জায়গায় আছেন তারা।