Last Updated: Tuesday, May 20, 2014, 10:45
ঝড়ে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় আরও বেশি ঝড় তুলে চমক লাগালো বিশ্বকে। একদল চিত্রগ্রাহকের ক্যামেরায় বন্দি হল নিউ ক্যাসেলের পূর্ব ওয়মিং প্রদেশের সুপারসেল ঝড়। গত ১৮ মে ওয়মিংর আকাশে হঠাত নাটকীয়ভাবে ঘণ্টায় ১০০ মাইল বেগে ধেয়ে আসে সুপারসেল।