Last Updated: Friday, April 19, 2013, 17:23
বামেদের অভিযোগ, ৯ এপ্রিল থেকে লাগাতার তাদের দলীয় দফতর ও কর্মীদের ওপর শাসকদলের হামলা চলছে। এই হামলার কথা জানিয়ে তারা কলকাতার নগরপাল সুরজিত করপুরকায়স্থকে স্মারকলিপি দিতে চান। কিন্তু, নগরপাল সরাসরি সেই আবেদন প্রত্যাখ্যান করেন। আজ বিমান বসু বলেন, সুরজিত করপুরকায়স্থ জানিয়েছেন বামেদের স্মারকলিপি নিতে তিনি অপারগ।