Surinder Singh Ahluw - Latest News on Surinder Singh Ahluw| Breaking News in Bengali on 24ghanta.com
গোর্খাল্যান্ড ইস্যুতে শান্তিস্থাপনই লক্ষ্য বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আহলুওয়ালিয়ার

গোর্খাল্যান্ড ইস্যুতে শান্তিস্থাপনই লক্ষ্য বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আহলুওয়ালিয়ার

Last Updated: Wednesday, March 19, 2014, 22:49

পৃথক গোর্খাল্যান্ডের দাবি অসাংবিধানিক নয়। কিন্তু তার জন্য যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা কখনওই কাম্য নয়। মধ্যপন্থা বার করে শান্তিস্থাপনই এখন লক্ষ্য। বুধবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বার্তা দিলেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া।