Last Updated: Wednesday, January 29, 2014, 10:42
বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্তকে যাতে পদ্মশ্রী সম্মান না দেওয়া হয়, তার জন্য আবেদন জানিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে চিঠি দিল রাজ্য মহিলা কমিশন। চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। কমিশনের অভিযোগ, সুশান্ত দত্তগুপ্তের বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগ রয়েছে। তাই তাঁকে পদ্মশ্রী সম্মান দেওয়ার ঘোর বিরোধী রাজ্য মহিলা কমিশন। সম্প্রতি পদ্মশ্রী সম্মানের জন্য মনোনীত হয়েছে তাঁর নাম।