Sushil Kumar Sinde - Latest News on Sushil Kumar Sinde| Breaking News in Bengali on 24ghanta.com
থারুর ও সুনন্দার টানাপোড়েনে ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিন, দাবি মেহের তারারের

থারুর ও সুনন্দার টানাপোড়েনে ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিন, দাবি মেহের তারারের

Last Updated: Sunday, January 19, 2014, 17:29

সুনন্দা পুষ্করের মৃত্যু রহস্যের দ্রুত নিস্পত্তি চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডের কাছে আবেদন জানালেন শশী থারুর। তদন্তে সবরকম সাহায্যের আশ্বাসও দেন তিনি। থারুরের অভিযোগ, তাঁর স্ত্রীর মৃত্যু নিয়ে সংবাদমাধ্যমে ভয়ঙ্কর সব জল্পনা চলছে। তাই দ্রুত সত্য সামনে আসা উচিত।