Last Updated: Wednesday, December 19, 2012, 17:42
মিস ইউনিভার্স ২০১২-র জন্য গোটা তৈরি গোটা বিশ্ব। আজই সেই দিন। পৃথিবীর সবথেকে বড় সৌন্দর্য প্রতিযোগিতার আসর বসতে চলেছে আজই। ৮৮টি দেশের সেরা সুন্দরীর সঙ্গে মূলপর্বের জন্য তৈরি ভারতীয় সুন্দরী শিল্পা সিংও।