Sutter General Hospi - Latest News on Sutter General Hospi| Breaking News in Bengali on 24ghanta.com
করতে হয়েছিল অ্যাপেনডিসাইটিস অপারেশন, অস্ত্রপচার শেষে হাসপাতাল বিল দিল ৩৪ লক্ষ ১১ হাজার ৮১৭টাকার!

করতে হয়েছিল অ্যাপেনডিসাইটিস অপারেশন, অস্ত্রপচার শেষে হাসপাতাল বিল দিল ৩৪ লক্ষ ১১ হাজার ৮১৭টাকার!

Last Updated: Thursday, January 2, 2014, 16:22

হঠাত্ শুরু পেটে ব্যাথা। ডাক্তারের কাছে গিয়ে জানা গেল অ্যাপেন্ডিক্স বার্স্ট করেছে। তড়িঘড়ি অস্ত্রপচার। এত পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। কিন্তু হাসপাতালের বিল হাতে পেতেই চক্ষু চড়কগাছ ২০ বছরের রোগীর। অ্যাপেন্ডিক্স অপারেশন করতে হাসপাতালের বিল হয়েছে ৫৫ হাজার ২৯.৩১ ডলার। ভারতীয় মূল্যে ৩৪ লক্ষ ১১ হাজার ৮১৭টাকা! ঘটনাটি ঘটেছে কালিফের সাক্রামেন্টোর সাটার জেনেরাল হাসপাতালে। এই বিপুল পরিমান বিলে হতবম্ব হয়ে একটি ওয়েবসাইটে বিলটি প্রকাশ করেছেন রোগী।