Swami Atmasthananda - Latest News on Swami Atmasthananda| Breaking News in Bengali on 24ghanta.com
হাসপাতালে ভর্তি স্বামী আত্মস্থানন্দ, দেখে এলেন মুখ্যমন্ত্রী

হাসপাতালে ভর্তি স্বামী আত্মস্থানন্দ, দেখে এলেন মুখ্যমন্ত্রী

Last Updated: Wednesday, February 5, 2014, 23:58

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী আত্মস্থানন্দ। গত পয়লা ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয় তাঁকে। প্রেমানন্দ ওয়ার্ডের একান্ন নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি।