Last Updated: Sunday, July 29, 2012, 16:13
অলিম্পিকের তৃতীয় দিনে তিরন্দাজি এবং শুটিংয়ে ব্যর্থ হলেও রোয়িংয়ে ভারতের সম্মান কিছুটা রক্ষা করলেন স্বর্ণ সিং। প্রতিযোগিতার ব্যাক্তিগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন তিনি। বাছাই পর্বে ৭ মিনিট ৪৯ সেকেন্ডে রেস শেষ করেন স্বর্ণ সিং।