Last Updated: Wednesday, March 20, 2013, 12:57
তৃণমূলের দুটি গোষ্ঠীর সংঘর্ষে খাস কলকাতার বুকেই প্রাণ হারালেন এক তৃণমূল
কর্মী। মৃতের নাম অধীর মাইতি। ধাপার মাঠের কাছে স্থানীয় বিধায়ক স্বর্ণকমল
সাহার সঙ্গে এলাকার তৃণমূল নেতা এবং ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্ভুনাথ
কাউয়ের গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। তাঁদের মধ্যে পাঁচ জনের
অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। আহতদের নীল রতন সরকার মেডিক্যাল কলেজে নিয়ে আসা
হচ্ছে। ঘটনায় অগ্নিগর্ভ অঞ্চল। পুরপিতা শম্ভুনাথ কাউয়ের বিরুদ্ধে স্লোগান
দিতে দিতে মাঝপুকুরের কাছে রাস্তা অবরোধ করেছেন তৃণমূলও সমর্থকরা।
পরিস্থিতি সামাল দিতে এলাকায় র্যাফ নেমেছে।