Last Updated: Wednesday, January 2, 2013, 09:40
তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন। ভাঙর থানার সামনে মঞ্চ বেঁধে বসল অশ্লীল
নাচগানের জমজমাট আসর। উদ্যোগে তৃণমূলের এক জনপ্রতিনিধি, জেলা পরিষদ সদস্য
মীর তাহের আলি। সেই আসরে চটুল গানের তালে উদ্দাম নৃত্য শালীনতার সীমা
ছাড়াল। উড়ল টাকা। মঞ্চ থেকেই দর্শকদের আহ্বান জানানো হল, এই জলসা
প্রাণভরে উপভোগ করতে। চব্বিশ ঘণ্টায় এই খবর সম্প্রচারের পরে অবশ্য অনুষ্ঠান
বন্ধ করে দেয় ভাঙর থানার পুলিস। জানা গেল, এতকিছু হচ্ছিল পুলিসের অনুমতি
ছাড়াই।