Last Updated: Friday, May 30, 2014, 20:16
দলের সাংগঠনিক রদবদলে এবার নব্য তৃণমূলীদেরই জয়জয়কার। শুভেন্দু অধিকারী, সাবিত্রী মিত্র সহ বেশ কয়েকজনকে সরিয়ে সৌমিত্র খাঁ, ইন্দ্রনীল, বাইচুংদের মতো নব্যদের দায়িত্বে নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠীকোন্দল বন্ধে দল যে ভবিষ্যতে আরও কড়া পথে হাঁটবে, সে বার্তাও দিয়ে রাখলেন তৃণমূলনেত্রী। পিটিসি (জন্মের পর থেকে এত বড় পরিবর্তন)