Tahawwur Rana - Latest News on Tahawwur Rana| Breaking News in Bengali on 24ghanta.com
২৭/১১ সন্ত্রাসের ৯ ষড়যন্ত্রীর নামে চার্জশিট এনআইএ-র

২৭/১১ সন্ত্রাসের ৯ ষড়যন্ত্রীর নামে চার্জশিট এনআইএ-র

Last Updated: Saturday, December 24, 2011, 17:02

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি পাওয়ার পর ২৬/১১ নাশকতার ন`জন নেপথ্যচক্রীর বিরুদ্ধে চার্জশিট দিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। শনিবার দিল্লির পাটিয়ালা হাউসের বিশেষ আদালতে পেশ করা এই চার্জশিটে অভিযুক্ত তালিকায় রয়েছে আমেরিকার শিকাগো জেলে বন্দি দুই লস্কর-এ-তৈবা জঙ্গি ডেভিড কোলম্যান হ্যাডলি এবং তাহাউর হুসেন রানার নাম।