Tapas Majumdar - Latest News on Tapas Majumdar| Breaking News in Bengali on 24ghanta.com
এখনও চূড়ান্ত হয়নি প্রার্থী তালিকা, তার আগেই গোষ্ঠী কোন্দলের কবলে কংগ্রেস

এখনও চূড়ান্ত হয়নি প্রার্থী তালিকা, তার আগেই গোষ্ঠী কোন্দলের কবলে কংগ্রেস

Last Updated: Friday, March 14, 2014, 20:46

উত্তর চব্বিশ পরগনা জেলা শহরের কংগ্রেস সভাপতি তাপস মজুমদার। তিনি নিজে দমদম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। কিন্তু এই কেন্দ্রে এআইসিসি ওমপ্রকাশ মিশ্রকে প্রার্থী করতে চায়। ফলে ওমপ্রকাশ মিশ্রকে প্রার্থী করা হলে জেলা কমিটি তার হয়ে প্রচারে কতটা ঝাঁপাবে তানিয়েও সন্দেহ রয়েছে।