Tarumal Das - Latest News on Tarumal Das| Breaking News in Bengali on 24ghanta.com
গুড়িয়ার রহস্যমৃত্যুতে গ্রেফতার আরও ৫, জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

গুড়িয়ার রহস্যমৃত্যুতে গ্রেফতার আরও ৫, জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

Last Updated: Friday, July 13, 2012, 10:31

গুড়িয়াকাণ্ডের তদন্তে আরও ৫ জনকে গ্রেফতার করল পুলিস। ধনেখালির হোমে রহস্য মৃত্যুর ঘটনায় এই নিয়ে মোট ১০ জনকে গ্রেফতার করা হল। আজ যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁরা হলেন, হোমের কলের মিস্ত্রি সন্দীপ দাস, ইলেক্ট্রিক মিস্ত্রি শেখ নাজিমুদ্দিন, দুলাল স্মৃতি সংসদ হোমের কোষাধ্যক্ষ অসীম মাইতি এবং হোমের দুই সদস্য জলধর সাধু খাঁ ও প্রভাস রঞ্জন ঘোষ।