Last Updated: Monday, April 14, 2014, 11:05
কিছুদিন আগেই তাঁকে স্ত্রী হিসেবে স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। বহুদিনের অপেক্ষার পর। তিনি যশোদাবেন চিমনলাল মোদি। এবার তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত্ বলে মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। গগৈ বলেন, `তিনি যন্ত্রনা ও আত্মত্যাগের প্রতীক।`