Last Updated: Friday, April 12, 2013, 13:34
প্রেসিডেন্সি হামলায় নতুন কৌশল নিল শাসক দলের ছাত্র সংগঠন। আক্রান্তদের বিরুদ্ধেই থানায় অভিযোগ জানান হল। সেই দিনের হামলায় ঘটনায় মারা হয় প্রেসিডেন্সির ইতিহাস বিভাগের ছাত্র দেবর্ষি চক্রবর্তী এবং ছন্দক চ্যাটার্জির বিরুদ্ধে জোড়াসাঁকো থানায় মামলা রুজু করা হল। অভিযোগ দায়ের করেন হামলার পুরভাগে থাকা তৃণমূল ছাত্র পরিষদের নেতা তথাগত সাহা এবং স্থানীয় তৃণমূল নেতা চিনু হাজরা।