Last Updated: Wednesday, January 1, 2014, 23:24
রুটি-রুজির টানে বিহারের সমস্তিপুর থেকে এসেছিলেন কলকাতায়। দু-দুবার গণধর্ষণের পর মেয়ের মৃত্যু, দুষ্কৃতী আর পুলিসের হুমকি। সবই সহ্য করতে হয়েছে। তবুও, দমানো যায়নি তাঁকে। বরং রোগা-পাতলা চেহারার ছ-ফুটের ট্যাক্সি চালকের কাছেই মাথা নোয়াতে বাধ্য হয়েছে প্রশাসন।