Tea gerden - Latest News on Tea gerden| Breaking News in Bengali on 24ghanta.com
চা বাগানে খুন, কাজ নিয়ে বচসার জেরে বাগান ম্যানেজারকে হত্যা

চা বাগানে খুন, কাজ নিয়ে বচসার জেরে বাগান ম্যানেজারকে হত্যা

Last Updated: Thursday, March 27, 2014, 23:05

কাজ দেওয়া নিয়ে বচসার জেরে খুন হলেন চা বাগানের সহকারী ম্যানেজার। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের দলমোর চা বাগানে। মৃতের নাম অজিত পানোয়ার। এক মহিলা শ্রমিককে কাজ করতে বারণ করেছিলেন সহকারী ম্যানেজার। এরপরেই তাঁর ওপর ভোজালি নিয়ে হামলা চালান ওই মহিলার স্বামী। এঘটনার জেরে বন্ধ হয়ে যায় চা বাগানের কাজ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিসবাহিনী।বৃহস্পতিবার সকালে নিয়ম মতোই কাজ শুরু হয়েছিল আলিপুরদুয়ারের বীরপাড়ার দলমোর চা বাগানে। তবে গোলমাল বাধে চা পাতা ছাঁটার কাজ নিয়ে।