Last Updated: Friday, December 13, 2013, 22:33
এক টুকরো টেক্সাস। আর তাতেই নানা কাণ্ডকারখানা বন্দুকবাজদের। হলিউডের কাউবয় সিনেমার অ্যাকশন এবার নিক্কোপার্কে। না, পর্দায় নয়। একেবারে জলজ্যান্ত অভিনয়। শোনা যাবে পিস্তলের গুলির আওয়াজ। না, ম্যাকেনাস গোল্ডের মত মহাকাব্যিক কিছু নয়। কিন্তু তবুও তো টেক্সাস। উঠে এসেছে নিক্কোপার্কে। ভিন রাজ্যের স্ট্যান্টম্যানদের এই শো এবার শীতে নতুন আকর্ষণ কলকাতায়। বালিয়াড়ি। বার, জেলখানা, শেরিফের অফিস। কাঠের তৈরি খালি মদের পিপে। খানিকটা শুকনো ঝোপঝাড়। এসব নিয়েই এক টুকরো টেক্সাস। দিব্যি নায়ককে প্রেম নিবেদন করছিলেন প্রেমিকা। এমন সময়ে হঠাত্ গুলি বন্দুকবাজদের। পানশালার মধ্যে উধাও প্রেমিকযুগল। ছুটে এল কাউবয় প্যান্ট, উঁচু হ্যাট পরা বন্দুকবাজেরা। শুরু গুলির লড়াই। দখল হয়ে গেল শেরিফের অফিস। শেরিফের অফিসের নিরাপত্তারক্ষীদের তুমুল উত্তমমধ্যম দিল বন্দুকবাজেরা।