Last Updated: Monday, April 2, 2012, 16:46
নতুন ইতিহাস গড়লেন মায়ানমারের অবিসংবাদী বিরোধী নেত্রী আন সান সু চি। বলা ভাল ইতিহাস গড়ল তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি। মায়ানমারের জাতীয় আইনসভার ৪৫টি আসনের উপনির্বাচনে চমকপ্রদ জয় পেল আন সান সু চি`র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। মোট ৪৪টি আসনে লড়ে ৪৩টিতেই জিতেছেন দলীয় প্রার্থীরা।