Last Updated: Friday, April 11, 2014, 15:53
একটা হালকা পুঁচকি জেনেরেটর যদি আপনার শরীরের তাপ থেকেই বিদ্যুৎ উৎপন্ন করে তার লাগাতার যোগান দিতে পারে আপনার গুগল গ্লাস বা স্মার্ট ঘড়িকে, বলুনতো তবে কেমন হত? অবাস্তব মনে হচ্ছে? শুনে মনে হচ্ছে কষ্ট কল্পনা? এবার সেই অসম্ভবকেই সম্ভব করার পথ বাতলালেন এক দল গবেষক।