Last Updated: Tuesday, June 17, 2014, 00:20
বিশ্বকাপে নতুন তারার জন্ম হল! বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ডের পায়ের জাদুতে ধুলিস্যাৎ হয়ে গেল সি আর সেভেন মিথ। পর্তুগাল ডিফেন্সকে রীতিমত ছেলে খেলা করে এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটা করে ফেললেন জার্মানির থমাস মুলার। হামেলসের অনবদ্য হেড স্কোরলাইনের ফারাকটা আরও এক ধাপ প্রকট করল। জার্মানি-পর্তুগাল হাই ভোল্টেজ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে অপ্রাসঙ্গিক করে তাঁর দলকে ৪-০ গোলে নাকানি চোবানি খাওয়ালেন জোয়াকিম লো-এর ছেলেরা।