Three parent babies - Latest News on Three parent babies| Breaking News in Bengali on 24ghanta.com
এক সন্তানের এক বাবা, দুই মা

এক সন্তানের এক বাবা, দুই মা

Last Updated: Friday, June 28, 2013, 18:38

তিনজন বাবা মায়ের এক সন্তান? হ্যাঁ, এমনটাই হতে চলেছে ব্রিটেনে। বিশ্বের প্রথম দেশ হিসাবে তিনজন বাবা মায়ের জেনেটিক বৈশিষ্ট্য নিয়ে সন্তান জন্মানোর অধিকারকে স্বীকৃতি দিতে চলেছে ব্রিটেন। এর ফলে বায়লজিক্যাল বাবা মা ছাড়াও একটি শিশুকে নিজের ডিএনএ দিতে পারবেন দাতা `মা`। এর সঙ্গেই জেনেটিক অসুখ সংক্রান্ত গবেষণার নতুন দিগন্ত খুলে গেল।