Last Updated: Monday, April 8, 2013, 20:56
বক্সার জঙ্গলে হাতি চোরাশিকারের ঘটনায় চিন্তার ভাঁজ পরেছে বনকর্তাদের কপালে। যেভাবে হাতির বাসস্থান চিহ্নিত করে, রেইকি করে, বিষ বুলেট প্রয়োগ করে হাতি শিকার করা হয়েছে, তাতে উত্তরপূর্বের পেশাদার চোরাশিকারের ছায়া দেখছেন তাঁরা। শনিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের সাউথ রায়ডাক রেঞ্জ থেকে একটি পূর্ণবয়স্ক দাঁতালের দেহ উদ্ধার করেন বনকর্মীরা। তার দুটি দাঁতই কেটে নিয়ে যায় চোরাশিকারিরা। ময়না তদন্তে বিষ বুলেটের চিহ্ন মেলে।