Last Updated: Tuesday, October 30, 2012, 17:25
শৈল শহর সিমলা কি এবারে বামেদের দিকে মুখ ফেরাবে? কেন না, এবছরই স্থানীয় পুরনিগমের নির্বাচনে জয়ী হয়েছে সিপিআইএম। এই জয় সিপিআইএমকে ভোটের লড়াইয়ে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে। সিমলায় দল প্রার্থী করেছে তরণ লড়াকু নেতা টিকেন্দ্র পানওয়ারকে। পুরসভার ডেপুটি মেয়রও তিনি। টিকেন্দ্র জিতবেন কিনা বলা শক্ত। তবে কংগ্রেস-বিজেপি চিরাচরিত লড়াই ছেড়ে এবার সিমলা দেখছে ত্রিমুখী লড়াই।