Last Updated: Friday, May 9, 2014, 18:29
ভোটের পর কি বিজেপি-র হাত ধরবে তৃণমূল কংগ্রেস? কয়েকদিন ধরেই এই প্রশ্নে সরগরম রাজ্য রাজনীতি। বিরোধীদের অভিযোগ, মোদী মমতাকে যতই আক্রমণ করুন না কেন, গোপনে আঁতাঁত হয়েছে দু দলের। সেই জল্পনাকে আরও উস্কে দিলেন নরেন্দ্র মোদী। টাইমস নাওকে দেওয়া সাক্ষাত্কারে মোদীর মন্তব্য, মমতাকে কড়া আক্রমণ আসলে দরজা খোলার কৌশলও হতে পারে।