Times of India - Latest News on Times of India| Breaking News in Bengali on 24ghanta.com
`আমরা`, `ওরা` এবার সরকারি গ্রন্থাগারে

`আমরা`, `ওরা` এবার সরকারি গ্রন্থাগারে

Last Updated: Tuesday, March 27, 2012, 21:47

মহাকরণ নির্দেশিত ৮ টি সংবাদপত্র ছাড়া অন্য কোনও সংবাদপত্রের স্থান নেই সরকারি গ্রন্থাগারে। এই মর্মে রাজ্য সরকারের নির্দেশিকা ঘিরে তুমুল বিতর্ক দেখা দিয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী গ্রন্থাগারগুলিতে ৫টি বাংলা, ২টি উর্দু এবং একটি হিন্দি রাখা যাবে।