Last Updated: Sunday, January 6, 2013, 16:51
বলিউড যখন কোটি টাকার গেম খেলছে মহা সমস্যায় পড়েছে স্বল্প বাজেটের ছবি। প্রাণপাত করে ছবি বানিয়েও হলই পায় না এই ছবিগুলো। টেবিল নাম্বার টোয়েন্টি ওয়ান-কে সেই অর্থে মাঝারি বাজেটের ছবিই বলা যায়। ফিজিতে হয়েছে গোটা ছবির শুটিং। ভাগ্য ভাল, বছরের এমন সময়ে মুক্তি পেয়েছে এই ছবি যখন বিগ বাজেট ছবির দাপট নেই। মাল্টিপ্লেক্সে অনেকগুলো শো পেয়ে গিয়েছে ইতিমধ্যেই।