Last Updated: Friday, October 12, 2012, 20:58
কয়েকদিন আগে মোহনবাগান ক্লাব তাঁবুর বাইরে বিক্ষোভ দেখিয়ে সমর্থকরা বুঝিয়ে দিয়েছিলেন কতটা ক্ষুব্ধ তাঁরা। শুক্রবার প্রয়াগের কাছে হারের পর সেই বিক্ষোভ বড় আকার নেয়। বিরতির আগে মোহনবাগান পিছিয়ে থাকায় ক্লাব সচিব অঞ্জন মিত্রকে একহাত নেন সমর্থকরা। বাধ্য হয়ে মাঠে ছাড়তে হয় তাঁকে। ম্যাচ শেষ হওয়ার পর সমর্থকদের ক্ষোভ আর ধরে রাখা যায়নি।