Last Updated: Wednesday, November 13, 2013, 12:27
টাইফুনে মৃতের সংখ্যা নিয়ে বিতর্ক আরও বাড়িয়ে দিলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট। হাইয়ানের দাপটে কমপক্ষে ১০ হাজার জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কিন্তু ফিলিপিন্সের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনোর অনুমান, আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়নি। রাষ্ট্রসংঘের মানবিক বিভাগের তরফে ঝড় বিধ্বস্ত ফিলিপিন্সের জন্য ২৫ মিলিয়ন মার্কিন ডলার ত্রাণ সাহায্য বরাদ্দ করা হয়েছে।