Last Updated: Saturday, November 12, 2011, 16:35
লিবিয়ার নিহত একনায়ক মুয়াম্মর গাদ্দাফির ছেলে সাদির রাজনৈতিক আশ্রয়ের আবেদন গ্রহণ করল লিবিয়ার প্রতিবেশী রাষ্ট্র নাইজার। শুক্রবার দক্ষিণ আফ্রিকায় দু'দিনের সফর শেষে মিডিয়ার মুখোমুখি হয়ে নাইজারের প্রেসিডেন্ট মাহামাদু ইসৌফু বলেন, মানবিক কারণে সাদির রাজনৈতিক আশ্রয়ের আবেদন গৃহীত হয়েছে।