UN envoy to Syria - Latest News on UN envoy to Syria| Breaking News in Bengali on 24ghanta.com
সিরিয়ায় শান্তি ফেরাতে `ব্যর্থ` আন্নানের ইস্তফা

সিরিয়ায় শান্তি ফেরাতে `ব্যর্থ` আন্নানের ইস্তফা

Last Updated: Friday, August 3, 2012, 10:57

সিরিয়ায় রাজনৈতিক সংঘর্ষ বন্ধ না হওয়ায় রাষ্ট্রসংঘ ও আরব লিগের যৌথ দূতের পদ থেকে ইস্তফা দিলেন কোফি আন্নান। গতকাল জেনিভায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রসংঘ এবং আরব লিগের উপর আস্থা রেখেছিলেন সিরিয়ার মানুষ। কিন্তু নিরাপত্তা পরিষদ সেই কাজে পুরোপুরি ব্যর্থ।